• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১২ রজব ১৪৪৬

দাবানলে ৩৩ তারকার ঘরবাড়ি পুড়েছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১০:৫৫ এএম
দাবানলে ৩৩ তারকার ঘরবাড়ি পুড়েছে

যুক্তরাষ্ট্রর লস অ্যাঞ্জেলেসে দাবানলে সাধারণ মানুষের পাশাপাশি দাবানলে ৩৩ তারকার ঘরবাড়ি পুড়েছে।  দাবানল যখন নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে, তারকারা তখন ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। দাবানল ছড়িয়ে পড়ার গতি কিছুটা কমে আসায় ধীরে ধীরে প্রকাশ্যে আসছে আরও অনেক ঘটনা।

এই দাবানলে এক ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছেন অভিনেত্রী জেনিফার গার্নার। মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবিসির সঙ্গে কথা বলেছেন গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী। বন্ধুর মৃত্যুর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জেনিফার গার্নার, ‘আমি এক বন্ধুকে হারিয়েছি, ও সময়মতো বাড়ি থেকে বের হতে পারেনি।’ 

২৫ বছর ধরে প্যাসিফিক প্যালিসেইডসের বাসিন্দা গার্নার। তবে এবারের অবস্থার সঙ্গে কিছুই মেলাতে পারছেন না তিনি। গার্নার বলেন, ‘বন্ধুদের জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অনেকেই তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। আমারই অন্তত এক শ বন্ধুর বাড়ি ধ্বংস হয়ে গেছে।’

দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ৫২ বছর বয়সী এই অভিনেত্রী। অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সঙ্গে যুক্ত আছেন গার্নার। তিনি বলেন, ‘২৫ বছর ধরে এখানে থাকি, তাই এমন কিছুর সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। এমন কিছু করতে চাই, যা দুর্গত মানুষের কাজে আসে।’ এই সংস্থার সঙ্গে কাজ করতে গিয়ে ক্ষয়ক্ষতির যেসব দৃশ্য দেখেছেন, সেটাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেন তিনি।
গত শুক্রবার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ১৫ মিলিয়ন ডলার বা ১৮৩ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ডিজনি। বিনোদনবিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, ডিজনির এই অনুদান লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের ফাউন্ডেশন, লস অ্যাঞ্জেলেস আঞ্চলিক ফুড ব্যাংকসহ অন্যান্য সংস্থায় যাবে। ডিজনির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির সব কর্মচারী দুর্ভাগ্যজনক এ ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ করবেন।’

আরেক প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট গ্লোবালও ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, দাবানলের ঘটনায় তারা ভীষণভাবে মর্মাহত। এ ঘটনায় যাঁদের জানমালের ক্ষতি হয়েছে, তাঁদের প্রতি প্রতিষ্ঠানটির পূর্ণ সমবেদনা আছে।

দাবানলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ কার্যক্রম শুরু করেছে অনেক সংগঠন। মার্কিন গণমাধ্যম টিএমজেড জানিয়েছে, গত শুক্রবার ৪৫ মিনিট ধরে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি ক্ষতিগ্রস্ত পরিদর্শন করেছেন। হ্যারি ও মেগান ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। তাঁদের কয়েকটি ছবিও প্রকাশ করেছে গণমাধ্যমটি। স্থানীয় বাসিন্দারা ডিউক ও ডাচেস অব সাসেক্সকে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

আগেই জানা গেছে, দাবানলে প্যারিস হিলটনের মালিবুর বাড়ি ভস্মীভূত হয়েছে। গতকাল পুড়ে যাওয়া বাড়ির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। টিএমজেড জানিয়েছে, দাবানলে অন্তত ৩৩ জন তারকার ঘরবাড়ি পুড়ে গেছে। দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আসার পর এখন নতুন নতুন খবর প্রকাশ্যে আসছে। দুইবার অস্কারজয়ী অভিনেতা অ্যান্থনি হপকিনসের পুড়ে যাওয়া বাড়ির ছবি প্রকাশ করেছে পিপলডটকম।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিজের পোশাক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব কিম কার্ডাশিয়ান।

Link copied!