গণমাধ্যমকর্মীর সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগে অভিনেত্রী তানজিন তিশাকে নিঃশর্ত ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে দেশের বিনোদন সাংবাদিকেরা। পাশাপাশি ডিবি কার্যালয়ে সংবাদকর্মী মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে করা আরোপিত অভিযোগ তুলে নেওয়ার দাবিও জানান তারা।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেছেন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। সেখানেই ২৪ ঘণ্টার এ আল্টিমেটাম দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তানজিন তিশা আপনি নানা সময়ে সাংবাদিকের সঙ্গে বাজে আচরণ করেছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেক। এবার আপনার আপনি থামুন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিশার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন তিনি। সোমবার ডিবি কার্যালয়ে গিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তিশার এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজপথে নামেন সাংবাদিকরা।
এর আগে ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন তিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর গণমাধ্যমে সেটি প্রকাশ হয়। এ ঘটনার জেরেই ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ তোলেন মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে। এর আগে তিশা সাংবাদিকদের ‘উড়ায়ে’ দেওয়ার হুমকি দেন, আবার সোশ্যাল হ্যান্ডেলে এর জন্য ক্ষমাও প্রার্থনা করেন। যদিও সেই ক্ষমা চাওয়ার পোস্ট পরে মুছেও ফেলেন তিনি।