• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

২২ প্রেক্ষাগৃহে চলছে ‘সুলতানপুর’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২, ২০২৩, ০৩:০১ পিএম
২২ প্রেক্ষাগৃহে চলছে ‘সুলতানপুর’

পলিটিক্যাল থ্রিলারধর্মী সিনেমা ‘সুলতানপুর’ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেপ্লেক্সসহ মোট ২২টি হলে মুক্তি পাবে সুলতানপুর, জানিয়েছেন সিনেমাটির নির্মাতা সৈকত নাসির।

সিনেমা প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির গণমাধ্যমে বলেন, “এ সিনেমার হিরো গল্পটাই। আমি মনে করি, সিনেমাটি আমাকে বাঁচিয়ে রাখবে। আমি সাধারণত এখন পর্যন্ত যা নির্মাণ করেছি, সেগুলোকে কন্টেন্ট বলি। তবে ‘সুলতানপুর’ আমার কাছে একটি শক্তিশালী সিনেমা। এই সিনেমার প্রতিটি চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ। সেসব চরিত্রে আমি শিল্পীদের নিয়েছি, কোনো তারকা নয়। আমার বিশ্বাস, দর্শক হলে গেলে সিনেমাটি দেখে তৃপ্তি পাবেন।”

তিনি আরও বলেন, “দেশের পাশাপাশি বিদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান এই নির্মাতা। তা ছাড়া এর হিন্দি স্বত্ব এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। ফলে হিন্দি ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে অচিরেই দেখা যাবে সিনেমাটি।”

সুলতানপুর প্রসঙ্গে সিনেমার নায়ক সাঞ্জু জন বলেন, “হেটস অব টু দ্য টিম অব সুলতানপুর। এই সিনেমার প্রত্যেকটি মেম্বারই খুব গুরুত্বপূর্ণ। এটি একটি টিম এফোর্ট। আমরা গল্পটিকে খুব সুন্দর করে সাজিয়েছি। একটা বিশেষ ধারার গল্প। আশা করব বাংলা সিনেমার স্বার্থে আপনারা সবাই হলে গিয়ে এই সিনেমাটি দেখবেন।”

২০২০ সালের অক্টোবরে শুরু হয় ‘সুলতানপুর’ সিনেমার শুটিং। শুরুতে এর নাম ছিল ‘বর্ডার’। সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম বদল করে রাখা হয় ‘সুলতানপুর’।

‘সুলতানপুর’ সিনেমায় আরও অভিনয় করেছেন মৌমিতা মৌ, রাশেদ মামুন অপু, শাহিন মৃধা ও রুমান রুনি প্রমুখ।

Link copied!