মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘১৯৭১ : সেইসব দিন’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুক্রবার (১৮ আগস্ট)। দেশের দর্শকের কাছে প্রশংসা কুড়িয়ে এবার দেশের বাইরে অস্ট্রেলিয়াতে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা হৃদি হক।
হৃদি হক বলেন, “আগামী ১০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত মোট ১২টি শো চলবে সিনেমাটি।” তিনি আরও বলেন, “এটি আমাদের জন্য আনন্দের সংবাদ। অস্ট্রেলিয়ায় সিনেমাটি প্রবাসীদের দেখাতে পারব এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এটি আমার প্রথম সিনেমা। দেশের মানুষ যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছে, আশা করি প্রবাসীরাও সেভাবে সিনেমাটি গ্রহণ করবে।” অস্ট্রেলিয়া ছাড়াও আমেরিকা ও ইউরোপ থেকে সিনেমাটির প্রদর্শনীর জন্য কথা চলছে বলে জানান নির্মাতা।
‘১৯৭১ : সেইসব দিন -এর মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প।
সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।
সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।