• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

যৌন হেনস্তার অভিযোগে সংগীতশিল্পী ডিডির বিরুদ্ধে ১২ হাজার ফোন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৬:৩৩ পিএম
যৌন হেনস্তার অভিযোগে সংগীতশিল্পী ডিডির বিরুদ্ধে  ১২ হাজার ফোন
র‍্যাপার শন জন কম্বস। ছবি: সংগৃহীত

আমেরিকার আলোচিত সংগীতশিল্পী ও র‍্যাপার শন জন কম্বস তথা ডিডির গ্রেপ্তারের ঘটনায় গত কিছুদিন ধরেই পশ্চিমা সংগীতাঙ্গনে তোলপাড় চলছে। 

যৌন নির্যাতনের অভিযোগে তাকে ১৬ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে থাকে।

নারী, পুরুষ এমনকি শিশুদেরও যৌন নির্যাতনের মতো বিস্ফোরক অভিযোগ তার বিরুদ্ধে। এরই মধ্যে ১২০ জনের অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে ২৫ জন অপ্রাপ্তবয়স্ক।

এদিকে ডিডির বিরুদ্ধে অভিযোগের বিস্তৃতি জানতে একটি বিশেষ হটলাইন নাম্বার চালু করা হয়েছে। সে নম্বরে মাত্র ২৪ ঘণ্টায় ১২ হাজার কল এসেছে। বিষয়টি নিয়ে কাজ করছে অন্তত ১০০ সদস্যের একটি টিম। যদিও এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি ডিডির আইনজীবী এরিকা ওলফের। তিনি বিষয়টিকে ‘মিডিয়া সার্কাস’ বলে কটাক্ষ করেছেন।  

Link copied!