• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

১০ হাজার গোলাপের পোশাক পরে উচ্ছ্বসিত মধুমিতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৫:৫৬ পিএম
১০ হাজার গোলাপের পোশাক পরে উচ্ছ্বসিত মধুমিতা
গোলাপ ফুলের পোশাকে মধুমিত সরকার। ছবি: সংগৃহীত

১০ হাজার গোলাপ ফুলের পোশাক পরে উচ্ছ্বসিত ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় ‘পাখি’খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। সম্প্রতি ফুলের পোশাকে সেজে, ‘ফুলকুমারী’ হয়ে উপস্থিত সামাজিক মাধ্যমে। সব থেকে বড় কথা, নিজের পোশাকসজ্জা তিনি নিজেই করেছেন।

মধুমিতা কি পেশা বদলাচ্ছেন? ভারতীয় সংবাদ মাধ্যমকে েএর জবাবে বলেছেন, “নানা পত্রপত্রিকায় দেখি, কী সুন্দর ফুলের পোশাকে সেজে সবাই মডেলিং করে। অনেক দিনের ইচ্ছে, আমিও করব। সেই শখপূরণ, বলতে পারেন।” নিজের শখ মেটাতে নিজেই ফুলের বাজারে হাজির। বেছে নিয়েছেন ১০ হাজার রং-বেরঙের গোলাপ। “সেই গোলাপ আমার এক পোশাকশিল্পী বান্ধবীকে দিয়ে বলেছিলাম, ‍‍`ফুলের পোশাক বানিয়ে দে‍‍`। কেমন পোশাক চাইছি, তার ডিজ়াইন আমিই করেছি। বান্ধবী সেটা বানিয়ে দিয়েছে। কেমন লাগছে আমায়?” প্রশ্ন ‘ফেলু বক্সী’র নায়িকার।

নিজেকে সাজিয়ে আয়নার সামনে দাঁড়ানোর পরে নিজের কেমন লাগল? জবাবে ফের উচ্ছ্বসিত এই অভিনেত্রী। খুশির সঙ্গে দ্বিধাও ছিল কণ্ঠে, ‘বেশ লাগছে, না?’ তার পরেই খানিক খুঁতখুঁতে যেন। চেয়েছিলেন, পোশাকের কোনও অংশ দেখা যাবে না। শুধুই ফুল থাকবে। পোশাক তৈরির সময় দেখা গিয়েছে, সেটা করলে খুব ভাল দেখাবে না। পোশাকের পাশাপাশি ফুল ফুটেছে তার গয়নায়, চুলেও। মধুমিতার মতে, “এই খুঁতটুকু না থাকলে বেশি খুশি হতাম।” নিজেই নিজেকে আশ্বস্ত করেছেন, এটি তার প্রথম সৃজনশীল কাজ। আশা, পরের বার এটুকু খুঁতও থাকবে না।
বিয়ের পোশাক কী নিজেই তৈরি করবেন? হেসে ফেলে জবাব দিলেন, “ভাবনায় আছে। আগে দিনক্ষণ ঠিক হোক, তার পর বিয়ের পোশাক নিয়ে ভাবব।” 

Link copied!