• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

পরীমনির সুবিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভের ডাক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৪:৩৫ পিএম
পরীমনির সুবিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভের ডাক

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির সুবিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’। ২১ আগস্ট বিকাল ৪টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে তারা পরীমণির সুবিচারের পক্ষের সকল মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করছেন সংগঠনটির আহ্বায়ক রবিন আহসান।

তিনি বলেন, “স্বাধীনতার ৫০ বছর পরে এই প্রথম এভাবে নারী নিপীড়নের সংবাদ ঢালাওভাবে প্রচার হচ্ছে। তাই পরীমনির সুবিচার চাই। আমরা মনে করছি, যা হচ্ছে তাতে তিনি সুবিচার পাচ্ছেন না। শুধু একজন পরীমনির জন্য এই প্রতিবাদ করছি না। বাংলাদেশের পুরো নারী সমাজের জন্য এই সমাবেশের ডাক দিয়েছি।”

এর আগে ১৪ আগস্ট একই ইস্যুতে সংগঠনটি মানববন্ধন করে ক্ষোভ প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবের সামনে। এতে অংশ নেন ট্রেড ইউনিয়ন নেতা, মানবাধিকারকর্মী, লেখক, প্রকাশক, সাংস্কৃতিককর্মীসহ নাগরিক সমাজের অনেকেই।

এদিকে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির আরও এক দিন রিমান্ড মঞ্জুর করেছেন মহানগর মুখ্য আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন।

গত ১৬ আগস্ট মাদক মামলায় পরীমনির জামিন চাওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে ফের ৫ দিনের রিমান্ড আবেদন করেন সিআইডির তদন্ত কর্মকর্তা। তাই বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির বিষয়ে ১৯ আগস্ট দিন ধার্য করা করেন। রিমান্ড আবেদন পেন্ডিং থাকায় সেদিন জামিন আবেদনের শুনানি গ্রহণ করেননি আদালত।

গত ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ রেখেছে আদালত।

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি ঢাকার চলচ্চিত্রে পরীমনি নামে অভিষিক্ত হন ২০১৫ সালে। সম্প্রতি এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন তিনি।

Link copied!