খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। এবার ভিন্ন কারণে আলোচনায় এই অভিনেত্রী। সিনেমার কোন দৃশ্যে নয়, বাস্তবেই অন্তঃসত্ত্বা পরীমনি।
সোমবার (১০ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীমনি নিজেই।
পরীমনি বলেন, “মা হতে যাচ্ছি শিগগির। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমি আনন্দে হাওয়ায় ভাসছি। আজই হাসপাতাল থেকে ফিরলাম। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলো। সন্তানের হার্টবিট শুনেছি আমরা। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি। গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করি।”
এছাড়া আমার ভক্ত, বন্ধু ও স্বজনদের বলবো আমাদের জন্য দোয়া করতে। মমতার ছায়া নিয়ে আমার পাশে থাকতে তাদের প্রতি অনুরোধ করেন এই নায়িকা।
বরণ্য চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন পরীমনি-শরীফুল রাজ। এরপর তা প্রণয়ে গড়ায়।
পরীমনি আরও বলেন, “কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজ আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।”
‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষিক্ত পরীমনি প্রায় তিন ডজন সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে শরিফুল রাজের ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়।