অতিমারির কারণে ‘পুষ্পা—দ্য রাইজ’ সিনেমাটি ভারতে মুক্তি দিতে ভয় পাচ্ছিলেন নির্মাতারা। কিন্তু সিনেমায় যখন আল্লু অর্জুন আছেন, তখন তারা কিছুটা ঝুকি নিতেই পারেন। এর পরের গল্প সবার জানা। ১৭ ডিসেম্বর মুক্তির পর পুষ্পা ৩৫০ কোটি রুপি আয় করেছে। ১৪ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তির পর সেটা ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। সেই সঙ্গে দক্ষিণ ভারতের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় আল্লু অর্জুনও তার দর বাড়িয়ে দিয়েছেন। পরের ছবিতে ১০০ কোটি রুপি পারিশ্রমিক হেঁকেছেন তিনি!
ভারতীয় মিডিয়া সূত্রে খবর, পরিচালক অ্যাটলির সঙ্গে একটি ছবি করতে চলেছেন এই দক্ষিণি তারকা। লাইকা প্রোডাকশন এই ছবি প্রযোজনা করতে চলেছে। দক্ষিণের এই প্রযোজনা সংস্থা আল্লুকে এ ছবির জন্য ১০০ কোটি রুপির প্রস্তাব দিয়েছে। এদিকে ‘পুষ্পা’ ছবির জন্য এই দক্ষিণি তারকা ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। আর সামনের ছবিতে তিনি নিচ্ছেন ১০০ কোটি রুপি!