• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

হোলি থেকে ফেরার পথে দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৪:২১ পিএম
হোলি থেকে ফেরার পথে দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

তেলেগু অভিনেত্রী ডলি ডি ক্রুজ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ভারতের হায়দরাবাদে হোলি পার্টি থেকে বাড়ি ফেরার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। তেলেগু এই অভিনেত্রী  সিনেমাপাড়ায় গায়ত্রী নামেই বেশি পরিচিত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হোলি পার্টি থেকে এক বন্ধুর সঙ্গে গাড়িতে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। এ সময় তার বন্ধুটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সজোরে ধাক্কা মারেন সড়কের ডিভাইডারে।

এতে ঘটনাস্থলেই গায়ত্রীর মৃত্যু হয়। তবে তার বন্ধু বেঁচে যান।

অভিনয় ছাড়াও গায়ত্রীর জলসা রায়ডু নামে একটি ইউটিউব চ্যানেলে ছিল। গায়ত্রী তেলেগু ওয়েব সিরিজ ‌‌‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্তেতে’ কাজ করেছিলেন।

গায়ত্রীর মৃত্যুর খবরে তার সহ-অভিনেতা সুরেখা বাণী শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন,‘‘আমরা একসঙ্গে অসাধারণ কিছু সময় কাটিয়েছি। এখনো আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমাদের মাঝে নেই। তোমাকে ভালোবাসি চিরকাল।’’

গায়ত্রীর আকস্মিক মৃত্যুতে তার ভক্ত থেকে শুরু করে তেলেগু সিনেমা অঙ্গনের তারকারা শোক প্রকাশ করেছেন।

Link copied!