• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

হিরানির ছবিতে শাহরুখ-কাজল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৪:১১ পিএম
হিরানির ছবিতে শাহরুখ-কাজল

রাজ কুমার হিরানির ছবিতে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। জানা গেছে, ছবিটির কাহিনি আবর্তিত হবে পাঞ্জাব থেকে কানাডায় অভিবাসিত এক দম্পতির জীবনকে কেন্দ্র করে। সামাজিক কমেডি ঘরানার এই ছবিটিতে শাহরুখ ও কাজলই থাকবেন মূল চরিত্রে। বাকি গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর জন্য বিদ্যা বালান ও তাপসী পান্নুকে প্রস্তাব দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, শাহরুখ-কাজলের দুষ্টু-মিষ্টি প্রেম হিরানির এই সামাজিক কমেডি ঘরানার চলচ্চিত্রেও উপভোগ করতে পারবেন দর্শকরা।

ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। শাহরুখ খান ও হিরানি যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে। আগামী বছরের এপ্রিলে শুরু হবে এর শুটিং।

এর আগে শাহরুখ-কাজল জুটি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করেছিলেন।  

এদিকে সর্বশেষ কাজলকে দেখা গেছে নেটফ্লিক্সের ‘ত্রিভঙ্গ’ চলচ্চিত্রে। অন্যদিকে শাহরুখ খান দীপিকা পাডুকোনের সাথে তার ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Link copied!