• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

হানিমুনে মিমের উষ্ণতা ছড়ানো ছবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১২:৪৭ পিএম
হানিমুনে মিমের উষ্ণতা ছড়ানো ছবি

সাগরের নীলাভ জলরাশিতে স্বামীর সঙ্গে মধুর সময় কাটাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নিভৃতে সময় কাটাতে মালদ্বিপে এখন তারা। এমন সুন্দর জায়গায় স্মৃতি ধরে রাখতে অসংখ্য ছবি তুলেছেন এই দম্পতি। কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এক নজরে দেখে নেব মিমের উষ্ণতা ছড়ানো ছবিগুলো-

মালদ্বিপে স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় মিম 

পুরো নীল আকাশ যেন সেই পানিতে ডুবে আছে

সমুদ্রের পাশে সুইমিংপুলে সকালের নাশতা সারছেন মিম ও সনি পোদ্দার।
মিমের সেলফি।


মিম জানালেন, সময় কাটানোর জন্য এত সুন্দর জায়গা আর দেখা হয়নি আমার


সময়টা খুবই উপভোগ করছেন মিম


সুন্দর জায়গায় সুন্দর মুহূর্তগুলো বন্দী করে রাখতে পেশাদার ফটোগ্রাফার দিয়ে নিজেদের ছবিও তুলেছেন


মঙ্গলবার সকালে মধুচন্দ্রিমার উদ্দেশে ঢাকা ছাড়েন মিম ও সনি পোদ্দার। আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তাঁরা।

 সাগরের পানির সঙ্গে আকাশের মিতালী


সাগরের মাঝে অনেক দূরে দূরে একেকটা বিচ্ছিন্ন দ্বীপ। সেখানকার একটি তারকা হোটেলে আছেন মিমরা।

Link copied!