• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ছাড়ে মুক্তিযুদ্ধের সিনেমা দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৬:০২ পিএম
ছাড়ে মুক্তিযুদ্ধের সিনেমা দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ অভিনব উদ্যোগ নিয়েছে। ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দর্শক মুক্তিযুদ্ধের ওপর নির্মিত সিনেমা ৫০ শতাংশ ছাড়ে টিকিট কেটে দেখতে পারবেন। এছাড়া স্থিরচিত্র প্রদর্শনী এবং র‌্যাফেল ড্র’র আয়োজন করা হবে। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

মেসবাহ বলেন, “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয়। সেই আনন্দ আমরা ছড়িয়ে দিতে চাই। সেই লক্ষ্যে তিনটি উদ্যোগ নিয়েছি বিজয় দিবসকে কেন্দ্র করে। যার মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধের ছবির টিকিটে ৫০ ভাগ ছাড়। এছাড়াও স্থিরচিত্র প্রদর্শনী এবং র‍্যাফেল ড্র’র আয়োজন করা হবে।”

জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় চলছে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘কালবেলা’। দুটোই মুক্তি পেয়েছে ১০ ডিসেম্বর। আর এই ছবি দুটি দেখতে চাইলে দর্শক স্টার সিনেপ্লেক্সের যে কোনও শাখায় পাচ্ছেন ৫০ ভাগ ছাড়।

নূরুল আলম আতিকের চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পায়। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, আশেক-মাশেক, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

অন্যদিকে ‘আধিয়ার’খ্যাত নির্মাতা সাইদুল আনাম টুটুলের স্বপ্নের ছবি ‘কালবেলা’। মুক্তিযুদ্ধ নিয়ে এই ছবিটি নিজের মতো করে নির্মাণ করতে চেয়েছিলেন তিনি। সব ঠিক ছিলো, ২০১৮ সালে শুটিং শুরু করে প্রায় শেষও করেছিলেন তিনি। কিন্তু পুরো ছবি সম্পূর্ণ করার আগেই মারা যান এই গুণী নির্মাতা। নির্মাতার মৃত্যুর পর পুরো জার্নির নেতৃত্বে ছিলেন সাইদুল আনাম টুটুলের স্ত্রী ও এই ছবির প্রযোজক মোবাশ্বেরা খানম।

২০১৭-১৮ অর্থবছরের সরকারি অনুদানের ছবি ‘কালবেলা’। ছবির গল্প ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনি থেকে নেয়া। চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রে অভিনয় করেছেন শিশির আর সানজিদা চরিত্রে তাহমিনা অথৈ।

Link copied!