• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

সৃজিতের পরিচালনায় এবার তাপসী পান্নু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২১, ০৪:৩৯ পিএম
সৃজিতের পরিচালনায় এবার তাপসী পান্নু

পরিচালক রাহুল ঢোলাকিয়ার পরিবর্তে এবার ‘সাবাস মিঠু’ পরিচালনা করতে চলেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ‘বেগমজান’-এর পর সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় হিন্দি ছবি ‘সাবাস মিঠু’।

অভিনেতা ও অভিনেত্রী বদলে যায় অনেক সময়, তবে এবার বদলে গেলেন পরিচালক। ‘সাবাস মিঠু’ জনপ্রিয় ভারতীয় নারী ক্রিকেট ক্যাপ্টেন মিতালি রাজ-এর বায়োপিক। প্রথমে এই ছবি পরিচালনা করার কথা ছিল রাহুল ঢোলাকিয়ার।

কিন্তু পরবর্তী সময়ে বিশেষ কিছু কারণে পরিচালক বদলে এই ছবির পরিচালনার দায়িত্বে এখন জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক রাহুল ঢোলাকিয়া জানিয়েছেন, এই ছবির স্ক্রিপ্ট শোনার পর থেকেই এই ছবি নিয়ে তিনি খুব এক্সাইটেড ছিলেন। কিন্তু কোভিডের কারণে সবকিছু ওলটপালট হয়ে যায় সেই জন্য এই ছবির কাজ ছাড়তে তিনি বাধ্য হয়েছেন।

যদিও সব সময়ই এই ছবির সঙ্গে যুক্ত থাকবেন তিনি। মিতালি রাজের চরিত্রে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বহুদিন ধরেই এই ছবির জন্য ক্রিকেট খেলা প্র্যাকটিস করতে শুরু করেছেন তিনি।

যদিও এই বিষয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এখনো নিজে কিছু লেখেননি। অভিনেত্রী তাপসী পান্নুও এই পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো পোস্ট করেননি। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘বেগমজান’ ছবিতে অভিনয় করেছেন বিদ্যা বালান।

Link copied!