• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১, ২০২২, ০২:০৬ পিএম
সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক ফারুকী

অস্ট্রেলিয়ার সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের নন্দিত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আগামী ৮ থেকে ১৯ জুন অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ‘সিডনি চলচ্চিত্র উৎসব ২০২২’। উৎসব কর্তৃপক্ষ তাদের প্রতিযোগিতা পর্বের বিচারকদের নাম ঘোষণা করেছেন। 

এ উৎসবের অফিশিয়াল প্রতিযোগিতা বিভাগের জন্য তিনিসহ বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, প্রযোজককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।

ফারুকীর সঙ্গে বিচারক হিসেবে আরও থাকছেন নন্দিত অভিনেতা-পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া; বাফটা-মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ারবিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)। বিচারক প্যানেলের নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার অভিনেতা এবং নির্মাতা ডেভিড ওয়েনহাম।

চলচ্চিত্র বিষয়ক পত্রিকা স্ক্রিন হাবকে উৎসবের পরিচালক নাশেন মুডলি জানান, ২০২২ সালের এ আয়োজনে জুরিদের পাঁচ জন পেশাদার চলচ্চিত্র নির্মাতা ও কুশলী। অন্যদিকে অসাধারণ সব ছবি আয়োজনের জন্য জমা পড়েছে। সব মিলিয়ে এবারের আয়োজনটি জাঁকালো হতে চলেছে।

জানা যায়, ১৩ বছর ধরে অস্ট্রেলিয়ায় হয়ে আসছে সিডনি চলচ্চিত্র উৎসব। এবার ১২ শাখায় পুরস্কার দেওয়া হবে।

প্রতিযোগিতা বিভাগ ছাড়াও এ উৎসবের অন্যান্য বিভাগে ৬৪টি দেশের দুইশোর মতো সিনেমা প্রদর্শিত হবে। এরমধ্যে রয়েছে ফারুকীর আলোচিত সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। উৎসবে ১৬ ও ১৯ জুন দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

Link copied!