প্রিয়াঙ্কা চোপড়া মা হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে নিজেই জানালেন এ খবর। নিজের ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লিখেছেন, এই বিষয়ে এখনই বেশি কিছু জানাতে চান না তারা। চাইছেন, অন্যরাও বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখুন।
এখন পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, তাতে জানা গিয়েছে, মেয়ে হয়েছে তাদের। তবে সেই কন্যা এখন কোথায় আছে, সে কথা প্রিয়াঙ্কা জানাননি। যদিও বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছেন সে।
প্রিয়াঙ্কার নামের পাশ থেকে জোনাস পদবি সরতেই জল্পনায় মেতে উঠেছিল আন্তর্জাতিক বিনোদন মহল। ছড়িয়েছিল নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জনও। তার মধ্যেই ইঙ্গিতে মাতৃত্বের কথা একাধিকবার জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু কেউ বুঝতে পারেননি, এভাবে খুশির খবর দিতে চলেছেন জোনাস দম্পতি।