• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

সম্পর্কে কি ইতি টানছেন মালাইকা-অর্জুন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৪:১০ পিএম
সম্পর্কে কি ইতি টানছেন মালাইকা-অর্জুন?

সম্পর্কে জড়িয়ে বলিউডে আলোচনার তুঙ্গে ছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। এবার তাদের বিচ্ছেদের ‘খবর’ ভেসে বেড়াচ্ছে বলিউড বাতাসে। শোনা যাচ্ছে, তিন বছরের সম্পর্কে ইতি টেনে বিচ্ছেদের পথেই এই জুটি!

সম্প্রতি বলিউডের বিভিন্ন সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। মালাইকা ও অর্জুন কাপুর বিচ্ছেদের পথেই হাঁটছেন—এমন খবরেই এখন বলিউড ট্রেন্ড করছে। ঘটনা কতটুকু সত্যি, তা নিয়েও চলছিল জল্পনা-কল্পনা। কিন্তু এরই মধ্যে সমালোচকদের জবাব দিয়ে দিলেন এই জুটি। মুখে নয়, একসঙ্গে ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছেন এখনো তাদের পথচলা একই রয়েছে। 

গুঞ্জনে যখন চারপাশ মুখরিত, ঠিক তখনই মালদ্বীপে রওনা দিয়েছেন বলিউড এই জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবিও পোস্ট করছেন। একের পর এক ছবি পোস্ট করেছেন মালদ্বীপ থেকেই। মুখে কিছু না বলেও বুঝিয়ে দিয়েছেন তারা একসঙ্গেই রয়েছেন। 

প্রায় তিন বছর ধরে প্রেম মালাইকা ও অর্জুন কাপুরের। থাকছেনও একসঙ্গে। ‘লিভ ইন’ করলেও বিয়ে নিয়ে তাদের পরিকল্পনার কথা জানাননি। বয়সের পার্থক্য নিয়ে বারবার সমালোচিত হয়ে হয়েছে তাদের। তবু সব সমালোচনা ছাপিয়ে নিজেদের দুনিয়ায় বেশ আছেন বলিউডের এই আলোচিত জুটি।

Link copied!