• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শেষ দিনে টিএসসিতে ফের ‘রেহানা মরিয়ম নূর’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১২:২৬ পিএম
শেষ দিনে টিএসসিতে ফের ‘রেহানা মরিয়ম নূর’
ছবি: সংবাদ প্রকাশ

‘হীরালাল সেন পদক’ প্রদানের মাধ্যমে শনিবার (২৬ ফেব্রুয়ারি) পর্দা নামছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮’-এর। দর্শকদের বিপুল চাহিদায় শেষ দিনে পুনঃপ্রদর্শিত হচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’।

এছাড়া শনিবার উৎসবের চতুর্থ দিনে প্রদর্শিত হয়েছে ‘ধীরে বহে মেঘনা’, ‘আলোর মিছিল’, ‘গণ্ডি’, ও ‘নোনাজলের কাব্য’।‌

এর আগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) উৎসবের তৃতীয় দিনে উপস্থিত ছিলেন ‘রাত জাগা ফুল’-এর পরিচালক মীর সাব্বির ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। এ সময় তারা দর্শকদের সঙ্গে তাদের চলচ্চিত্র নিয়ে মতবিনিময় করেন।

পাঁচ দিনব্যাপী এই আয়োজনের শেষ দিনে বিকেল সাড়ে ৩টায় প্রতিবারের মতো উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন স্মরণে অনুষ্ঠিত হবে ‘হীরালাল সেন পদক’ প্রদান এবং সমাপনী অনুষ্ঠান।

এবারের আসরে হীরালাল সেন পদকের জন্য মনোনীত চলচ্চিত্রগুলো হলো ‘নোনাজলের কাব্য’, ‘রাত জাগা ফুল’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘চন্দ্রাবতী কথা’ এবং ‘লাল মোরগের ঝুঁটি’।

এছাড়া সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ- এর সভাপতি লাইলুন নাহার শেমীসহ অন্যান্য চলচ্চিত্র কলাকুশলী ও ব্যক্তিরা।

এর আগে সকাল ১০টায় প্রদর্শিত হয় বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘চরাচর’। আর দুপুর ১২টায় পুনঃপ্রদর্শিত হয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।

এছাড়া দুপুর ২টায় হুমায়রা বিলকিস পরিচালিত প্রামাণ্যচিত্র ‘বাগানিয়া’, বিকেল সাড়ে ৩টায় সোহেল মোহাম্মদ রানা পরিচালিত ‘মুজিব আমার পিতা’, এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ প্রদর্শিত হবে।‌

প্রতিবছরের মতো এবারও ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আয়োজিত হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮’ শীর্ষক চলচ্চিত্র উৎসব।

এতে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদি ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং একটি প্রামাণ্যচিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে উৎসবের ২০তম আসর।

এদিকে উৎসবকে কেন্দ্র করে টিএসসিতে বরাবরের মতোই রয়েছে দর্শকদের উপচে পড়া ভিড়।

Link copied!