• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

শিল্পী সমিতির ভোটাধিকার ফেরত পেল ১০৩ জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০৮:০১ পিএম
শিল্পী সমিতির ভোটাধিকার ফেরত পেল ১০৩ জন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৮৪ জন শিল্পী সদস্য পদ হারিয়েছিলেন। এর মধ্যে হাইকোর্টের রায়ে ভোটাধিকার ফেরত পেয়েছেন ১০৩ জন। বুধবার (২৬ জানুয়ারি) আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী সাদিয়া মির্জা।

সাদিয়া বলেন, “আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আমরা অবশেষে পূর্ণ সদস্যপদ ফেরত পেয়েছি। তবে দুঃখের ব্যাপার এবার ভোট দিতে পারবো না। আরও একটা শুনানি লাগবে। কিন্তু নির্বাচনের বাকি আর একদিন। তাই সেই সুযোগ নেই। ভোট দিতে হলে নির্বাচন পেছাতে হতো। আমরা তা চাই না। যে দুটি প্যানেল নির্বাচন করছে তাদের জন্য শুভকামনা থাকলো। এবার না পারি, আগামীবার থেকে ভোট দিতে পারবো এটাই আনন্দ। এটাই আমাদের জয়।”

সাদিয়া আরও বলেন, “কারও প্রতি কোনো ক্ষোভ নেই। অভিযোগ নেই। আমরা শিল্পী। সবাই মিলেমিশে সিনেমার জন্য যা ভালো তাই করবো। যারা আমাদের ভুগিয়েছে তাদের বিচার আল্লাহ করবে।”

আসছে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন । এতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ দুইটি প্যানেল অংশ নিচ্ছে ।

Link copied!