• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬
শিল্পী সমিতির নির্বাচন

যেসব বিধিনিষেধ দিল নির্বাচন কমিশন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০৬:১৫ পিএম
যেসব বিধিনিষেধ দিল নির্বাচন কমিশন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি । এ উপলক্ষে শনিবার (২২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন এফডিসিতে গণমাধ্যমের সঙ্গে কথা বছেন। পীরজাদা হারুন বলেন, “নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন রাত ৮টা পর্যন্ত এফডিসিতে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা৷ তবে এখানে কোনো প্যানেল পরিচিতি বা প্রোগ্রাম করতে পারবেন না৷ এফডিসি কর্তৃপক্ষের এমন নির্দেশই রয়েছে। পাশাপাশি নির্বাচনের দিন কোনো প্যান্ডেল বা চেয়ারের ব্যবস্থা থাকবে না৷ আমরা চাই শিল্পীরা ভোট দিয়ে এফডিসি ত্যাগ করবেন৷ এতে করে তারাই নিরাপদ থাকবেন। সবার নিরাপত্তা আগে। নির্বাচনের দিন ভোটার শিল্পী ও ভোট সংশ্লিষ্টরা ছাড়া আর কেউ এফডিসির ভেতরে থাকতে পারবেন না।”

হারুন জানান, “আজ শনিবার থেকেই আমরা অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করেছি। একদিকে করোনার কারণে তথ্য মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা রয়েছে৷ অন্যদিকে গতকাল আমরা মৌখিকভাবে একটা অভিযোগ পেয়েছি একজন প্রার্থীকে হেনস্তা করা হয়েছে।”

নায়ক ইমনের উপর হামলার প্রসঙ্গে হারুন বলেন, “আমরা ঘটনাটি জেনেছি। ইমন, রিয়াজ, নিপুণরা এসেছিলেন। মৌখিকভাবে তা আমাদের জানিয়েছে৷ আমরা বলেছি লিখিত দিতে৷ লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো। এই কাজটা করেছেন একজন বহিরাগত। এসব কারণে আমরা বহিরাগতদের প্রবেশ বন্ধ করেছি কঠিনভাবে৷ সেই সাথে নিবন্ধিত টিভি চ্যানেল, বাছাইকৃত কাগজের পত্রিকা ও সরকার কর্তৃক স্বীকৃত ১৪টি অনলাইনের সংবাদকর্মী ছাড়া আর কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।”

শিল্পী সমিতির গত ৪টি নির্বাচনে শাকিব খান, মৌসুমী ও ইমন এই তিন তারকার উপর হামলার ঘটনা দু:খজনক উল্লেখ করে হারুন বলেন, “এটা সত্যিই দুঃখজনক। লক্ষ করে দেখবেন প্রতিটি ঘটনাই ঘটিয়েছে বহিরাগতরা। তাই আমরা এবার বহিরাগতদের প্রবেশ কড়াভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি৷ এটা কেপিআইভুক্ত এলাকা৷ এখানে নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।”

Link copied!