• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শিমু হত্যার বিচার চাইলেন ওমর সানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ০২:৩৭ পিএম
শিমু হত্যার বিচার চাইলেন ওমর সানি

অভিনেত্রী শিমু হত্যার বিচার চেয়েছেন চলচ্চিত্র তারকা ওমর সানি। ১৮ জানুয়ারি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে শিমুর একটি ছবি পোস্ট করে ওমর সানি লিখেন, “শিমু অনেক ছবিতে অভিনয় করেছে। আমাদের বরিশালের মেয়ে। তাকে হত্যা করা হয়েছে। রাষ্ট্রের কাছে এই হত্যার বিচার চাই, প্রকৃত খুনি কে তারাই বের করবে। কিন্তু এর আগে কারও নাম বলা দণ্ডনীয় অপরাধ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।”

এর আগে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় হযরতপুর সেতুর নিচ থেকে সোমবার (১৭ জানুয়ারি) সকালে বস্তাবন্দি অবস্থায় অভিনেত্রী শিমুর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।

মিটফোর্ড হাসপাতালে লাশ শনাক্ত করেন শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন। এরপর শিমুর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে তার স্বামী নোবেলকে প্রধান আসামি ও নোবেলের বন্ধু ফরহাদকে আসামি করে থানায় মামলা করেন শহিদুল ইসলাম খোকন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী শিমুকে হত্যার কথা স্বীকার করেন নোবেল।

অভিনেত্রী শিমুর দুই সন্তান রয়েছে। তাদের নিয়ে রাজধানীর গ্রিনরোড এলাকায় বাস করতেন। ক্যারিয়ারে সর্বমোট ২৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Link copied!