• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

শনিবার বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১০:৫১ এএম
শনিবার বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন
ছবি: সংবাদ প্রকাশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের উত্তাপ শেষ হতে না হতেই চলে এলো বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২২ নির্বাচন।

এ উপলক্ষে এফডিসি প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করছে। এছাড়া এফডিসিতে শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার-ব্যানার।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুরু হবে। এদিন দুপুর ২টায় শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মো. হোসেন। মোট ৬২০ জন ভোটার রয়েছে ফিল্ম ক্লাবে।

ফিল্ম ক্লাবের এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। লিটন হাসমির নেতৃত্বে একটি প্যানেল অন্যদিকে কামাল মো. কিবরিয়া আরেকটি প্যানেল করেছেন। অভিনেতা, প্রযোজক আতিকুর রহমান লিটনের প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন মাহমুদুল হক পলাশ, মোজাহারুল ইসলাম ওবায়েদ, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম রনি, কামাল হাসান, মো. আব্দুল্লাহ জেয়াদ, মো. ফয়সাল, রাহা তানহা খান, মো. এনামুল হক শাহ, জাহাঙ্গীর সিকদার।

অন্যদিকে কামাল মো. কিবরিয়ার প্যানেলে সদস্যরা হলেন মো. সাফি উদ্দিন সাফি, এম এ কামাল, আজিজ আহমেদ পাপ্পু, জসিম আহমেদ, রশিদুল আমিন হলি, আনোয়ার হোসেন আনু, হানিফ আকন দুলাল, জাহান এম এ রহমান, নায়িকা রত্না কবির, নাবীন হোসেন, মীর মো. জাকির হোসেন মানিক, শাহ মো. আলমগীর বাচ্চু।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন।

Link copied!