রেকর্ডের পাতা উল্টাতে কোরিয়ান ব্যান্ড দল ‘বিটিএস’ তারকাদের জুড়ি মেলাভার। হালের তরুণ-তরুণীদের ক্রাশরা নিত্য নতুনভাবে রেকর্ড বইতে ভাঙচুর করেন। কিন্তু এবার যা ঘটলো তা এর আগে কখনো কেউ দেখিনি।
ইংরেজী নববর্ষের দ্বিতীয় দিনে বিটিএস ব্যান্ড দলের সদস্য জাংকুক তার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন। বছরের প্রথম সেই পোস্টটিই বয়ে আনে এক অভাবনীয় রেকর্ড। মাত্র দুই মিনিটের ব্যবধানে তার সেই পোস্টটিতে পড়ে ১০ লাখ লাইক।
এদিকে এশিয়ায় সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ ৭০ লাখ লাইকের মালিক ছিলেন তিনি।
এর আগে মাত্র তিন মিনিটে ১০ লাখ লাইকের রেকর্ড গড়েছিলেন ব্রাজিলের জুইলেট ফ্রেয়ার।
এই পোস্টে বিটিএস ড্যাশিং এই গায়ক নতুন বছরকে স্বাগত জানিয়ে লিখেছিলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার পাশে ছিলেন না তাদেরকেও ধন্যবাদ। আপনারা সবাই কঠোর পরিশ্রম করেছেন।
২০১৩ সালে আত্নপ্রকাশের পরই তরুণ-তরুণীদের মন জয় করে নেয় বিটিএস। ধারণা করা হয়, এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড কোরিয়ান এই বিটিএস সদস্যরা।
তাদের ভিন্ন ধারার উপস্থাপনা, নাচ, চুলের স্টাইল সকল ভক্ত ও দর্শকদের দারুণভাবে উজ্জীবিত করে থাকে।