• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ায় কনসার্ট বাতিল করল ‘গ্রিন ডে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৯:৩৯ পিএম
রাশিয়ায় কনসার্ট বাতিল করল ‘গ্রিন ডে’

ইউক্রেনে চলমান যুদ্ধের জেরে রাশিয়ায় হতে যাওয়া বিখ্যাত ব্যান্ড দল ‘গ্রিন ডে’র কনসার্ট বাতিল ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোববার (২৭ ফেব্রুয়ারি) বিখ্যাত এই ‘রক এন্ড রোল’ ব্যান্ডটি এই ঘোষণা দিয়েছে। 


 
আসছে ২৯ মে মস্কোর বিখ্যাত স্পারতাক স্টেডিয়ামে ‘গ্রিন ডে’র কনসার্টটি হওয়ার কথা ছিল। এই স্টেডিয়ামে প্রায় ৪৫ হাজার মানুষ কনসার্টটি উপভোগ করতে পারতো। সে অনুযায়ী টিকিটও বিক্রি করা শুরু করেছিল আয়োজকেরা। কিন্তু যুদ্ধ সবকিছু থমকে দিল। 

ইনস্টাগ্রাম ক্যাপশনে ‘গ্রিন ডে’ লিখেছে, ‘ভাঙা হৃদয়ে আমরা ভক্তদের জানাচ্ছি, রাশিয়ায় আমাদের কনসার্টটি বাতিল ঘোষণা করা হলো। সময়টা কনসার্টের জন্য উপযুক্ত নয়। কিন্তু আমরা জানি যে, গান মানুষের হৃদয়জুড়ে রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে আমরা আবার ফিরে আসব। সবাই নিরাপদে থাকুন।’

Link copied!