• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ার টেলিভিশন কর্মীকে নিয়ে ফারুকীর উদ্বেগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০১:৪১ পিএম
রাশিয়ার টেলিভিশন কর্মীকে নিয়ে ফারুকীর উদ্বেগ

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী রাশিয়ার টেলিভিশন কর্মী মারিনা ওভস্যানিকোভাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (১৫ মার্চ) আবেগঘন ভাষায় এক স্ট্যাটাস লিখেছেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল ওয়ানের কর্মী মারিনা ওভস্যানিকোভাকে ফারুকী জাতীয় বীর বলে অভিহিত করেছেন। একটি ছবি পোষ্ট করে ফারুকী ফেসবুকে লিখেছেন, তার নাম মনে রাখবেন। মেরিনা ওভসভ্যানিকোভা। তিনি রাশিয়ার প্রধান গুজব রটনা যন্ত্র চ্যানেল-১ একজন কর্মী। গতকাল তিনি সরাসরি সম্প্রচার চলাকালীন সময়ে সেটে প্রবেশ করে একটি ব্যানার উচিয়ে ধরেন। যেখানে লেখা ছিলো ‘যুদ্ধকে না বলুন’ এবং ‘টিভিতে যা প্রচার করা হচ্ছে তা মিথ্যা’।

এরপরই ফারুকী ওই সংবাদ কর্মীর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, এমন ঘটনার পর রাশিয়ার মতো স্বৈরাচারী দেশে তার জন্য কী অপেক্ষা করছে তা আমরা কেবল কল্পনা করতে পারি।

মারিনাকে সাহসী উল্লেখ করে ফারুকী লিখেছেন, মেরিনা যা করতে চেয়েছিলেন তা করেছেন। সে কিছুতেই ভয় পায় না। তুমি আমাদের আবারও মনে করিয়ে দিলে আমরা কতটা কাপুরুষ। 

এদিকে এই ঘটনা নিয়ে মার্কিন গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল ওয়ান টেলিভিশনের একজন কর্মচারী ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে সরাসরি সংবাদ সম্প্রচারের সময় প্রতিবাদ জানিয়েছে।

চ্যানেল ওয়ানের কর্মী মারিনা ওভস্যানিকোভা সোমবার সন্ধ্যায় রাতের সংবাদের সরাসরি সম্প্রচারের সেটে এসে চিৎকার করে বলেন, ‘যুদ্ধ বন্ধ কর। যুদ্ধে না।’

এরপর চ্যানেলটি তাদের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়। পরে পূর্বের রেকর্ডকৃত অনুষ্ঠান চালিয়ে দেওয়া হয়।

Link copied!