• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অষ্টমীর অঞ্জলিতে মুখার্জি বাড়ির পূজায় দৈব দৃশ্যকল্প


তপন বকসি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৭:২১ পিএম
অষ্টমীর অঞ্জলিতে মুখার্জি বাড়ির পূজায় দৈব দৃশ্যকল্প

মুম্বাইয়ের ‘নর্থ বম্বে সর্বজনীন’ অথবা মুখার্জি বাড়ির দুর্গাপূজায় মহাষ্টমীর দুপুরের অঞ্জলিতে নক্ষত্র সমাবেশ ঘটল। লাল ব্রাউজ, লাল ডুরে কাটা লাল পেড়ে সাদা শাড়িতে জয়া বচ্চন এলেন মুখার্জিদের পূজায় অঞ্জলি দিতে।

সোনালি রংয়ের বেসে উজ্জ্বল সোনালি রংয়ের ব্লাউজের সঙ্গে জমকালো অরগ্যাঞ্জা শাড়িতে রানি মুখার্জি, বেইজ রংয়ের অরগ্যাঞ্জা ডিজাইনার শাড়িতে মানানসই ব্লাউজের সঙ্গে কাজল, ম্যাচ করা ব্লাউজের সঙ্গে দুধসাদা অরগ্যাঞ্জায় মৌনি রায়, ঘন লাল মানানসই ব্লাউজের সঙ্গে  সিল্কের শাড়িতে সর্বাণী মুখোপাধ্যায়, হাল্কা আকাশি রঙের অরগ্যানজায় তনুজা, ঘন মেরুন রঙের সিল্কের পাঞ্জাবিতে পরিচালক অয়ন মুখোপাধ্যায়রা একে অপরকে দেখে আলিঙ্গনে আবদ্ধ হলেন।

সদ্য বলিউড কাঁপানো ‘ব্রহ্মাস্ত্র’ ছবির নায়ক রণবীর কাপুরকেও দেখা গেল গুরুকলার ডিজাইনার স্লিভলেস কোটের সঙ্গে সাদা সিল্কের কুর্তা, পাজামায় মুখার্জি বাড়ির দুর্গাপূজায় হাজির হতে। আজ তখনই চোখের সামনে রচিত হল সেই দৃশ্যকল্প, যখন দুর্গোৎসব পরিণত হল ‘মিলন উৎসবে’। শারদ উৎসবের পুণ্যলগ্নে মুহূর্তে তৈরি হল মিলন উৎসবের ব্রহ্ম মুহূর্ত।

সারা বছর নিজেদের অপার ব্যস্ততায় যখন এই তারকারাই ছড়িয়ে ছিটিয়ে থাকেন জীবনের নানা প্রান্তে, তখন কোনো এক শরৎকালে রামচন্দ্রের হাতে দেবী দুর্গার অকাল বোধনেই ক্রমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা সব পূজার সেরা বাঙালির দুর্গাপূজায় যা কিছু সুদূর, তা হয়ে ওঠে কাছের। বছরের অন্য সময় যাকে বাস্তবে নাগালে পাওয়া দুরূহ, তাই-ই হয়ে ওঠে কোনো এক অকল্পনীয় মহিমায়, দৈবক্রমে, বাহুবন্ধনে আবদ্ধ জীবন্ত স্বপ্নের মত। তাই হিন্দি সিনেমার মক্কা মুম্বইয়ে এতগুলি বিশিষ্ট তারকার মহামিলন স্বপ্নের মত বৈকি।

Link copied!