• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

‘রাগী’ সিনেমার দৃশ্য ফাঁসে অভিযোগ দায়ের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৩:০২ পিএম
‘রাগী’ সিনেমার দৃশ্য ফাঁসে অভিযোগ দায়ের

‘রাগী’ সিনেমার গান ও দৃশ্য ফাঁস হওয়ার দাবি করে থানায় অভিযোগ দায়ের করেছেন ছবিটির নির্মাতা মিজানুর রহমান মিজান।

২৪ নভেম্বর বুধবার তেঁজগাও শিল্পাঞ্চল থানায় ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির পরিচালক মিজান লিখিত অভিযোগ করেছেন।

নির্মাতা মিজানুর রহমান মিজান অভিযোগে দাবি করেন, অনুমতি ছাড়াই রানা বর্তমান ছবির গান এবং ড্রীম টার্চ এমসি ও এক্সিল্যান্ড টিভি ইইটিউব চ্যানেলে ছবির দৃশ্য পাইরেসি করেছে।

এ বিষয়ে সংবাদ প্রকাশকে নির্মাতা মিজানুর রহমান মিজান বলেন, “ছবিটির কাজ শেষ। আমি সেন্সরে জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই সময় ছবির গান ও দৃশ্য পাইরেসি করে অনেক ক্ষতি করেছে। আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও কোনো দৃশ্য ছাড়েনি। কিন্তু রানা বর্তমান গান ও দৃশ্য পাইরেসি করেছে। পূর্ণদৈঘ্য চলচ্চিত্রটি নিয়ে বেশ আতঙ্কিত রয়েছি আমরা। পুরো সিনেমাটি পাইরেসি হওয়ার শঙ্কায় আছি।”

সিনেমাটির নির্মাণ প্রতিষ্ঠান আস্থা কথাচিত্র। প্রতিষ্ঠানের কর্ণধান জাকিয়া খাতুন জয়াও এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

সংবাদ প্রকাশকে জয়া বলেন, “আস্থা কথাচিত্রের প্রথম অবদান ‘রাগী’ চলচ্চিত্রটি। করোনা মহামারির জন্য চলচ্চিত্রটি বেশ কষ্টে নির্মিত হয়েছে। সেন্সরে জমা দেওয়ায় প্রস্তুতিও চলছিল। এর আগেই হঠাৎ দুঃসংবাদটি শুনতে হলো। আমি ইতোমধ্যে তেঁজগাও শিল্পাঞ্চল থানায় অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করেছি।”

চলচ্চিত্রটি নিয়ে জয়া আরও বলেন, “চলচ্চিত্রটি নির্মাণে কোটি টাকার বেশি খরচ হয়। সেখানে কিছু দুশ্চরিত্রের লোক আছে যারা কিনা চলচ্চিত্রের ফুটেজ নিয়েই সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন, যা আমাদের চলচ্চিত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। সোশ্যাল মিডিয়ায় পাইরেসির বিষয়ে চলচ্চিত্রের সবাইকে সোচ্চার হতে হবে।”

পরিচালক মিজানুর রহমান মিজান আরও বলেন, “নতুন চলচ্চিত্রের জন্য বাসায় স্ক্রিপ্ট লেখার সময় ফোনে এই খবরটি পাই। পরে রানা বর্তমান নামের ওই পেজে দেখেছি আমাদের ‘রাগী’ চলচ্চিত্রের মূল গানের ফুটেজ পাইরেসি করেছে। হিরো-হিরোইনের সম্পূর্ণ লুক সেখানে প্রকাশ হয়ে গেছে। এটি কীভাবে সংগ্রহ করেছে, তা জানা নেই। বংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও তেঁজগাও শিল্পাঞ্চল থানায় পৃথকভাবে দুটি অভিযোগ দায়ের করেছি আমরা।”

অন্যদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে অপূর্ব রানা সংবাদ প্রকাশকে বলেন, “তেঁজগাও থানা থেকে আলমগীর সাহেব নামে একজন আমাকে ফোন করে থানায় যেতে বলেছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থানায় গিয়ে এ বিষয়ে কথা বলব।”

এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষে অভিযোগ সম্পর্কে সাংগঠনিক সম্পাদক অপূর্ব রানা বলেন, “পরিচালক মিজানুর রহমান মিজান আমাদের পূনাঙ্গ সদস্য। তাছাড়া রানা বর্তমানের নামে আগেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবেন সমিতি।“

Link copied!