• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

যেমন দেখতে কোহলি-আনুশকা কন্যা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৪:৪৭ পিএম
যেমন দেখতে কোহলি-আনুশকা কন্যা!

তারকা যুগল ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এক বছর হলো মা-বাবা হয়েছেন। তাদের কণ্যার নাম ভামিকা। জন্মের পর বিরাট-আনুশকা কখনো প্রকাশ্যে আনেনি ভামিকাকে। তাই ভক্তরাও দেখতে পারেনি বিরুশকা কন্যাকে। তবে রোববার (২৪ জানুয়ারি) ভামিকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্টেডিয়ামের গ্যালারিতে আনুশকা বিরাটের খেলা দেখছিলেন। তার কোলেই ছিল ভামিকা। এই ফাঁকেই ক্যামেরাবন্দি ভামিকার ছবি এবং ভিডিও। মুহূর্তেই তা ভাইরাল হয় নেট দুনিয়ায়।  

এদিকে গতকাল টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল ভামিকা। ভক্তরা অনেকেই ভামিকার সঙ্গে বিরাট কোহলির ছোটবেলার ছবির মিল খুঁজে পেয়েছেন। তারকা জুটির এ সন্তানকে কেউ কেউ ছোট কোহলি, কোহলির কপি বলেও মন্তব্য করেছেন।

এরআগে, সামাজিক মাধ্যমে মেয়ের বেশ কিছু ছবি পোস্ট করলেও সেসব ছবিতে কখনো ভামিকার চেহারার দেখা যায়নি। ব্যাক্তিজীবনে গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন বিরাট-আনুশকা।

Link copied!