• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

যেভাবে পা হারানো থেকে রক্ষা পেলেন জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৪:২৯ পিএম
যেভাবে পা হারানো থেকে রক্ষা পেলেন জন

অনেক তারকা ঝুঁকি নিয়েই দুঃসাহসিক দৃশ্যে নিজে অভিনয় করতে চান। একবার তারই মাশুল গুনেছিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। শুটিংয়ে তার পায়ে চোট লাগার পর তা কেটে ফেলতে চেয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু হাল ছাড়েননি এই বলিউড অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জন আব্রাহাম এসব কথা জানান।

২০১৬ সালের ছবি ‘ফোর্স ২’ ছবির শুটিং চলছে তখন। একটি দুঃসাহসিক অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ডান পায়ের হাঁটুতে মারাত্মক চোট পান জন। ক্ষতস্থানের যথাযথ যত্ন না নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। ফলে তাতে পচন ধরে গ্যাংগ্রিন হয়ে যায়।

চোটের পরিস্থিতি এমনই গুরুতর আকার ধারণ করে, চিকিৎসকেরা বলে দিয়েছিলেন জনের ওই পা হাঁটু থেকে কেটে বাদ দিতে হতে পারে।

কিন্তু হাল ছাড়েননি জন। শেষমেশ এক চিকিৎসকের দক্ষতায় পা না কেটেই সেরে ওঠেন তিনি।

সাম্প্রতিক সাক্ষাৎকারে জন বলেন, “অ্যাকশন দৃশ্যে নিজে অভিনয় করতে হলে খুব সাবধানে কাজ করা জরুরি। অহেতুক নিজেকে অনেক সাহসী প্রমাণ করতে চেয়ে খেসারত দেওয়ার কোনো অর্থ নেই।”

সদ্য মুক্তি পেয়েছে জন অভিনীত নতুন ছবি অ্যাটাক। সেনাকর্মীর ভূমিকায় জন ছাড়াও দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রকুলপ্রীত সিংহ ও জ্যাকলিন ফার্নান্ডেজ।

Link copied!