মোদী ছাড়া আফগান হবে ভারত, আশঙ্কা কঙ্গনার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৫:২১ পিএম
মোদী ছাড়া আফগান হবে ভারত, আশঙ্কা কঙ্গনার

যুক্তরাষ্ট্র তাদের সৈন্য সরিয়ে নিয়ে এসেছে আফগানিস্তান থেকে। তালেবানরা সরকার গঠন করতে চলেছে। এমন পরিস্থিতি অন্য অনেকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া লিখছেন বলিউড তারকারা। সেই তালিকায় আছেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রাণৌত।

আফগানিস্তানের ঘটনা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্ট করেছেন কঙ্গনা। একটি ছবিতে দেখা যাচ্ছে, আফগানিস্তানের এক বিমানবন্দরে প্রাণে বাঁচতে অসংখ্য মানুষ বিমানে ওঠার চেষ্টা করছেন।

সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “এটা দেখুন ও মনে রাখুন যে পাকিস্তান তালেবানকে লালন করে ও আমেরিকা তাদের অস্ত্র দেয়। তালেবানরা আমাদের খুব কাছেই। মোদি না থাকলে আপনাদের অবস্থাও এমন হতে পারে।”

আরেক স্টোরিতে লেখেন, “আপনারা জানেন কী? ইসলাম আসার আগে আফগানিস্তানও একটি হিন্দু ও বৌদ্ধ রাষ্ট্র ছিল।”

কঙ্গনা বরাবরই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থক। বিভিন্ন সময়ে দলটির হয়ে ভিন্ন রাজনৈতিক দেলের নেতাকর্মীদের আক্রমণ করে কথা বলেন। সবশেষ তিনি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সমালোচনায় মুখর ছিলেন। এমন সমালোচনার কারণে টুইটার থেকে বিতাড়িত হন তিনি।

Link copied!