• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

২১ বছর পর মিস ইউনিভার্সের খেতাব ভারতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ১০:৪৬ এএম
২১ বছর পর মিস ইউনিভার্সের খেতাব ভারতে

তৃতীয় ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতলেন হারনাজ সান্ধু।

রোববার (১২ ডিসেম্বর) রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।

Harnaz sandhu

হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করছিলেন হারনাজ। হিরা খচিত মিস ইউনিভার্সের তাজ তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়।

দীর্ঘ ২১ বছর পর ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’র খেতাব এল ভারতে। এর আগে দ্বিতীয় ভারতীয় হিসেবে ২০০০ সালে এ খেতাব জিতেছিলেন লারা দত্ত। তার আগে ১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতেছিলেন বাংলার মেয়ে সুস্মিতা সেন।

সূত্র: আনন্দবাজার।

Link copied!