• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মিথিলা-রাজের নতুন ছবি ‘কাজল রেখা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৪:২১ পিএম
মিথিলা-রাজের নতুন ছবি ‘কাজল রেখা’

প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন শরিফুল রাজ এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নন্দিত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম সিনেমাটি নির্মাণ করবেন। এর নাম ‘কাজল রেখা’। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিনেমার অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়েছে।

এই সিনেমার নাম ভূমিকায় থাকছে নয়া চমক। নবীন এক অভিনেত্রীকে দেখা যাবে পর্দায়। তার নাম মন্দিরা চক্রবর্তী। তিনি ২০১২ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন। এরপর টিভিতে কিছু কাজ করেছিলেন। এবার গিয়াসউদ্দিন সেলিমের মতো নন্দিত নির্মাতার হাত ধরে আসছেন রূপালি পর্দায়।

‘কাজল রেখা’ সিনেমাটি প্রায় চারশ বছর আগের লোককাহিনি অবলম্বনে নির্মিত হবে । তাই অভিনয়শিল্পীদের সেই অনুযায়ী ব্যাপক প্রস্তুতি নিতে হচ্ছে। মন্দিরা জানান, প্রায় এক বছর ধরে তিনি গ্রুমিং করছেন। তবে তাকে চূড়ান্ত করা হয় মাস দেড়েক আগে।

গণমাধ্যমকে শরিফুল রাজ বলেন,‘‘এটি ৪০০ বছর আগের গল্পের চরিত্র। তাই অনেক বেশি চ্যালেঞ্জ আছে চরিত্রটিতে। তবে চিত্রনাট্যটি পড়ার সময় কাজল রেখার সেই রূপকথার গল্পের মজাটা পাচ্ছি। নিজের মধ্যে একটা অ্যাডভেঞ্চার কাজ করছে। যেহেতু সেলিম ভাইয়ের কাজ এটি। ভালো কিছু হবে।’’
 

Link copied!