• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

মা হতে চলেছেন সোনম কাপুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০১:০৭ পিএম
মা হতে চলেছেন সোনম কাপুর

জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনম কাপুর অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে। বিয়ের পর স্বামী আনন্দ আহুজাকে নিয়ে বর্তমানে লন্ডনে থাকছেন। সেখান থেকেই সোমবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুখবর দিয়েছেন। খুব শিগগির মা হতে চলেছেন সোনম। 

অভিনেতা অনিল কাপুরের কন্যা সোনম কাপুর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছেন,‘‘চারটে হাত তোমায় বড় করার জন্য। যারা একসঙ্গে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে, তোমার পাশে থাকবে। তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’’

ওই ছবিতে দেখা যায় স্বামী আনন্দের কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম। সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন #everydayphenomenal #comingthisfall2022।

এর আগে ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ের পর সোনম এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আপাতত তিনি চান আনন্দকে সময় দিতে। যে ভালোবাসা তিনি পেয়েছেন আনন্দের থেকে তার মূল্যায়ন করা সম্ভব নয়। তাই নিজেকে ও নিজের পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্ত।

Link copied!