• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মায়ের যে পরামর্শে সফল সারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৫:৩৬ পিএম
মায়ের যে পরামর্শে সফল সারা

বলিউডে নতুনদের মধ্যে একটু বেশি জনপ্রিয় সারা আলী খান। একের পর এক বড় বাজেটের সিনেমায় কাজ করছেন তিনি। বলা যায়, তিনি সফল। তবে একথা হয়তো অনেকে জানেন না, সারার জীবন বদলে দিয়েছিলেন তার মা অমৃতা সিং।

সারা তখন বলিউডে আসেননি। যারা তার আগের ছবি দেখেছেন তারা জেনে থাকবেন তিনি অনেক মোটা ছিলেন। নায়িকা হওয়ার কোনো যোগ্যতাই ছিল না। কিন্তু একটা সময় তিনি তার ওজন কমিয়ে সিনেমায় নেমে পড়েন।

সারাকে দুটি পরামর্শ দিয়েছিলেন অমৃতা। সেই পরামর্শ শুনেই জীবনে বদলে গিয়েছে সারার। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, যখন তিনি অভিনেত্রী হতে চেয়েছিলেন অমৃতা সিং তাকে স্বাভাবিক উপায়ে ওজন কমানোর জন্য পরামর্শ দিয়েছিলেন। অমৃতা অতীতের অভিনেত্রী টুনটুনের উদাহরণ তুলে বলেছিলেন সেই যুগ চলে গেছে।

আগেই বহুবার নিজের ওজন কমানোর কথা জানিয়েছিলেন সারা। বলিউডে পা রাখার আগে তিনি খুব মোটা ছিলেন। কঠোর পরিশ্রমের ফলে নিজের স্লিমজ-ট্রিম ফিগার তৈরি করেছেন সারা আলি খান। সম্প্রতি এক সাক্ষাত্কারে সারা বলেছেন, মায়ের পরামর্শ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

Link copied!