বর্তামানে টিভির পাশাপাশি ওটিটি প্লাটফর্মের কাজের করছেন অভিনয় শিল্পীরা। জনপ্রিয় সব শিল্পীরা অভিনয় পটুতা দিয়ে দর্শকের মন কাড়ছে। তাহসান ও তিশাকে মাঝেমধ্যে এই মাধ্যমে প্রায় দেখা যায়। আগামী শনিবার (৪ জুন) দর্শক এই জুটিকে আবারও দেখবে ওটিটি প্লাটফর্মে।
‘বেচতে জানলে টাকাও বেচা যায়!’ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সংলাপটি ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’-এর। যার গল্প ও পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের।
এতে অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ। ২০২১ বছরের শেষ দিকে এর শুটিং শেষ হলে প্রকাশ পাচ্ছে এবার। আগামী ৪ জুন রাত ৮টায় ইউটিউবে আরটিভিপ্লাসে উন্মুক্ত করা হবে বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্মটি।
এর চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে এটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান।
ওয়েব ফিল্মটির প্রযোজক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘অত্যন্ত সুন্দর একটি ওয়েব ফিল্ম হয়েছে এটি। দর্শক গ্রহণ করবে বলে আমি মনে করি। কারণ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কাজটি খুব যত্ন নিয়ে করেছেন। তাহসান-তিশাসহ অভিনয়শিল্পীরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজটি করেছেন।