মাদক সেবনে হলিউড অভিনেতার মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৫:০৫ পিএম
মাদক সেবনে হলিউড অভিনেতার মৃত্যু

মারা গেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা মাইকেল কেনিথ উইলিয়ামস। সোমবার (৬ সেপ্টেম্বর) ব্রুকলিনের নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স হয়েছিল ৫৪ বছর। নিউ ইয়র্ক পুলিশের ধারণা অতিরিক্ত মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে।

অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মুখপাত্র মারিয়ান্না সাফরান। তিনি বলেন, “কেনিথ উইলিয়ামসের মৃত্যুকে তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।”

আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ দ্য ওয়্যার এর ‘ওমর লিটম’ খ্যাত ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেতা। ১৯৬৬ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী উইলিয়ামস নৃত্যশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন।

‘ব্রডওয়াক এম্পায়ার’ ও ‘লাভক্রাফ্ট কান্ট্রি’র মতো জনপ্রিয় সিরিজেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মাইকেল। উইলিয়ামস তিনবার এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন।

Link copied!