• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন

মাত্র ৩৬৫ ভোট গুনতে সময় চাইলেন ৭ ঘণ্টা!


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ১২:০৩ এএম
মাত্র ৩৬৫ ভোট গুনতে সময় চাইলেন ৭ ঘণ্টা!

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত এবারের শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন ৩৬৫ জন সদস্য।

শুক্রবার সকাল ৯টা ১২ মিনিটে অভিনয়শিল্পী ডা. এজাজের ভোটের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হওয়ার কথা ছিল বিকেল ৫টা ১২ মিনিটে। কিন্তু সেটা শেষ হয় সন্ধ্যা ছয়টার পর।

প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেন, “ভোট গণনা শুরু হয়েছে। আশা করছি, রাত একটার মধ্যে সবাইকে ফল জানিয়ে দিতে পারব।”

এদিকে ভোটের ফল জানাতে ৭ ঘণ্টার মতো সময় চাওয়া হলেও নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, পুরো ফল পেতে ভোর ৪টা থেকে ৫টা বেজে যাবে। ফল গণনায় এমন দীর্ঘসূত্রিতার কারণ অবশ্য কারো কাছে স্পষ্ট নয়।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এবার মোট ভোটার ছিলেন ৪২৮ জন। এর মধ্যে এ বছর ভোট দিয়েছেন ৩৬৫ জন। এবার নির্বাচনে অংশ নিয়েছে কাঞ্চন-নিপুণ এবং মিশা-জায়েদ প্যানেল।

প্রধান নির্বাচন কমিশনার জানান, উৎসবমুখর পরিবেশে বেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবারের ভোট। দুই পক্ষই নির্বাচনের ফল নিয়ে আশাবাদী।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে শিল্পী সমিতির এবারের আসরে নির্বাচন করেছেন ইলিয়াস কাঞ্চন (সভাপতি), নিপুণ (সাধারণ সম্পাদক), রিয়াজ আহমেদ ও ডি. এ তায়েব (সহসভাপতি), সাইমন সাদিক (সহসাধারণ সম্পাদক), শাহনুর (সাংগঠনিক সম্পাদক), নিরব হোসেন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), আরমান (দপ্তর ও প্রচার সম্পাদক), মামনুন ইমন (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক) ও আজাদ খান (কোষাধ্যক্ষ)। কার্যকরী পরিষদের সদস্যপদে প্রার্থী হয়েছেন অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমনি, গাঙ্গুয়া ও সীমান্ত।

অন্যদিকে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলে নির্বাচন করছেন মিশা সওদাগর (সভাপতি), জায়েদ খান (সাধারণ সম্পাদক), ডিপজল ও রুবেল (সহসভাপতি), সুব্রত (সহসাধারণ সম্পাদক), আলেকজান্ডার বো (সাংগঠনিক সম্পাদক), জয় চৌধুরী (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), জে কে আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক), জাকির হোসেন (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক) এবং ফরহাদ (কোষাধ্যক্ষ)। এ প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর। এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অভিনেতা ডন ও হরবোলা। 

Link copied!