• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বয়কটের ডাক রণবীরের সিনেমা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৯, ২০২২, ০৬:০৩ পিএম
বয়কটের ডাক রণবীরের সিনেমা!

রণবীর কাপুরের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটি মুক্তির আগেই বেশ আলোচনায় ছিল। এবার সেই আলোচনার গায় লেগেছে হাওয়া। তবে সেই আলোচনা সিনেমাটির জন্য মোটেও সুখকর নয়। ইতিমধ্যে সিনেমাটি বয়কটের ডাক শোনা যাচ্ছে।

সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটির টিজার। সেই টিজারের একটি দৃশ্যে দেখা যায় রণবীর জুতা পরে ঢুকেছেন মন্দিরে। আর এতেই বাঁধে বিপত্তি। সনাতন ধর্মে মন্দিরে জুতা খুলে ঢুকতে হয় এমনটাই নিয়ম। তাই সেই দৃশ্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত পেয়েছে ধর্মপ্রাণ সনাতনী সমাজের অনেকে। ক্ষুব্ধ হয়ে অনেকেই সে কারণে আওয়াজ তুলেছেন সিনেমাটি বয়কটের।

পরিচালকের আশা, কল্প-রহস্যের মোড়কে নতুন ধারার এই ছবি দর্শকের মন জয় করবে। কিন্তু ছবির শুরুতেই খেতে হলো ধাক্কা।

পুরাণ, রোমাঞ্চ, সংস্কৃতির মিশ্রণে তৈরি এ সিনেমার টিজার মুক্তি পাওয়ার সাথেই সাথেই বেশ আগ্রহের জন্ম দিয়েছিল দর্শকদের মাঝে। ছবির নায়ক শিবা তিন শক্তি অগ্নি, পানি ও বায়ুর বলে বলীয়ান। সে হাওয়ায় উড়তে পারে। আগুন তাকে স্পর্শ করতে পারে না। এছাড়া পানিতেও রয়েছে তার অবাধ বিচরণ।

প্রায় নয় বছর প্রচেষ্টার পর পরিচালক অয়ন মুখোপাধ্যায় তৈরি করেন সিনেমাটি। কিন্তু এমন বিতর্ক হুমকির মুখে ফেলে দিয়েছে সিনেমাটির ভবিষ্যত।

২০১৮ সালে তাকে শেষবার দেখা যায় ‘সাঞ্জু’ সিনেমায়। তিন বছর বিরতির পর রণবীর ফিরছেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে
 

Link copied!