• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

বেহাত মাহির ফেসবুক পেজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৫:১০ পিএম
বেহাত মাহির ফেসবুক পেজ

বিপাকে পড়েছেন চিত্রনায়িকা মাহি। তার নিয়ন্ত্রিত ফেসবুক পেজ বেহাত হয়ে গেছে। এখন তার নিজে কোনো ছবি বা স্ট্যাটাস প্রকাশ করতে পারছেন না তিনি। এতে বেশ চিন্তার পড়েছেন তিনি।

গণমাধ্যমকে মাহি বলেন, “গতরাত (২৭ আগস্ট) থেকেই আমার ভেরিফায়েড পেজটিতে আর ঢুকতে পারছি না। পেজ থেকে বাজে কোনও কিছু ছড়ালে কেউ যেন বিভ্রান্ত না হন। আমি চেষ্টা করছি, এটা দ্রুত উদ্ধারের। তা যদি না করতে পারি তাহলে থানায় জিডি করবো।”

ফেসবুকে মাহি নিয়মিত ছবি প্রকাশ করেন। নানা অনুভূতির কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। করোনার কারণে হাতে তেমন কাজ না থাকায় আরও বেশি সক্রিয় হয়ে পড়েন ফেসবুকে।

এদিকে, ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন মাহি। বিগ বাজেটের এক শ ৫০ পর্বের এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন শাহীন সুমন। জানা যায়, আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়েই নির্মিত হচ্ছে এই সিরিজটি।

Link copied!