• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বেসবাবা সুমনের জন্মদিন আজ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৫:৪৬ পিএম
বেসবাবা সুমনের জন্মদিন আজ 

এক ইস্পাত কঠিন মানুষের জন্মদিন আজ। যিনি মৃত্যুকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফিরে এসেছেন বার বার। ছুরি-কাঁচির নিচ থেকে ফিরে ঝাপিয়ে পড়েছেন সংগীতে। তিনি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা সাইদুস সালেহীন খালেদ সুমন। শনিবার (৮ জানুয়ারি) ৪৯ বছর বয়সে পা রাখেছেন এই সঙ্গীত শিল্পী। 

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের প্রতিষ্ঠাতা এবং ভোকালিস্ট সুমন। সঙ্গীন জগতে সুমন বেস বাবা নামে বহুল পরিচিত। কখেনো কখনো তাকে অ্যাকুস্টিক গিটার কিংবা কী-বোর্ড হাতেও দেখা যায়। 

একাধিকবার ক্যান্সারে আক্রান্ত হয়েও বীরের মত লড়ে গিয়েছেন সুমন। কিডনি, পাকস্থলী, মাথা, ত্বক - শরীরের সব ক্যান্সারই ভুগিয়েছে তাকে। 

থুতনির টিউমার অপসারণের জন্য ২০১৭ সালে সার্জারি করতে সুমনের ব্যাংকক যেতে হয়। সার্জারি শেষে বিকালে হসপিটাল থেকে বিদায় নিয়ে রাস্তা পার হবার সময় একটি গাড়ি ধাক্কা দেয় তাকে। এরপর পাশের একটি হসপিটালে ১১ ঘণ্টাব্যাপী নয়টি সার্জারি হয়। 

বর্তমানে আটটি ধাতব স্ক্রু লাগানো আছে সুমনের মেরুদণ্ডে। শরীরে প্রায় এক ডজন স্ক্র নিয়ে ঘুরছেন তিনি। 

২০২১ সালের শুরুতে মেরুদণ্ডের জটিলতায় দুই তিন মিনিটের বেশি বসে থাকতে পারতেন না সুমন। পরে জার্মানিতে গিয়ে অপরেশন করার পর নতুন বছরের শুরুতে আবারও সংগীতে নিয়মিত হলেন এই তারকা। 

জীবনের কাছে হার না মানা সুমন বারংবার সাহসিকতার সাঙ্গে সকল বিপদ মোকাবেলা করেছেন। তাইতো তিনি হাসিমুখে বলেন – “Happiness is a choice and life is beautiful”.

Link copied!