বলিউডে চলছে বিয়ের মৌসুম। একের পর এক তারকার বিয়ের খবর শোনা যাচ্ছে। এর ভেতর ভেসে আসছে বিচ্ছেদেরও খবর। নিক জোনাসের সঙ্গে নাকি এক ছাদের নিচে থাকছেন না প্রিয়াঙ্কা চোপড়া। বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তারা—এমন খবরই চাউর বি-টাউনে।
মূলত ইনস্টাগ্রাম থেকে প্রিয়াঙ্কা ‘জোনাস’ পদবি মুছে ফেলায় এমনটাই ধারণা করছেন সবাই। তার ইনস্টাগ্রামে শোভা পাচ্ছে নিজের ‘চোপড়া’ পদবি। বিয়ের পর থেকে যেখানে ছিল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রিয়াঙ্কার ইনস্টগ্রাম হ্যান্ডেল থেকে জোনাস পদবি চোখে না পড়তেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়।
এদিকে প্রিয়াঙ্কা-নিকের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রীর মা মধু চোপড়া। তিনি বলেন, “বিচ্ছেদের খবর ভিত্তিহীন। নিক, প্রিয়াঙ্কার কোনো বিচ্ছেদ হচ্ছে না। এই ধরনের গুজব কেউ ছড়াবেন না।”
কিন্তু কেনো আচমকা নিকের পদবি নামের পাশ থেকে সরিয়ে দিলেন প্রিয়াঙ্কা, সেই নিয়ে কোনো জবাব মেলেনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।