অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন না ফেরার দেশে চলে গিয়েছেন। শুক্রবার (৪ মার্চ) মাত্র ৫২ বছর বয়সে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে থাইল্যান্ডে মারা যান। বেঁচে থাকাকালীন এই অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা নিজের জীবনী নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছা পোষণ করেছিলেন। জানিয়েছিলেন কোন অভিনেতাদের দেখতে চান তার সিনেমায়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শেন ওয়ার্ন ২০১৫ সালে জানিয়েছিলেন তার জন্য বড় কিছু অপেক্ষা করছে। আর সেটা ছিলো একটি বলিউড প্রজেক্ট। একই সঙ্গে বলেছিলেন নিজের বায়োপিক নির্মিত হলে এতে হলিউড অভিনেতা ব্র্যাড পিট অথবা লিওনার্দো ডিক্যাপ্রিও-কে দেখতে চান।
সেসময় নিজের বায়োপিক সংক্রান্ত সব চিত্রনাট্য লেখা হয়েছিল বলেছিলেন শেন ওয়ার্ন। তিনি জানান, ইতিমধ্যে তার বায়োপিক সংক্রান্ত সব চিত্রনাট্য লেখা হয়েছে। শুটিং নিয়েও কথা হচ্ছে। সিনেমাটি হলিউড হলেও ভারতীয়দের কথা মাথায় রেখে শুটিং করা হবে।
তবে সদ্য প্রয়াদ এই কিংবদন্তির সেই ইচ্ছা পূর্ণ হয়নি। পুরো বিশ্বকে অবাক করে না ফেরার দেশে চলে গেছেন তিনি। গতকাল তার হঠাৎ চলে যাওয়ায় বিশ্ব ক্রিকেটের কাছে শুক্রবার হয়ে গেল ‘ব্ল্যাক ফ্রাইডে’। থাইল্যান্ডে নিজ ভিলাতেই মারা গেছেন তিনি।