• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বাবা হারালেন সংগীতশিল্পী ঐশী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৮:৪৯ এএম
বাবা হারালেন সংগীতশিল্পী ঐশী

জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন মারা গেছেন। শনিবার (১৯ মার্চ) রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। 

বিষয়টি নিশ্চিত করে ঐশীর ভাই ইশিক জানান, এর আগে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন তার বাবা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গত দেড় মাসের মধ্যে দুইবার হার্ট অ্যাটাক করেন ঐশীর বাবা। এর মধ্যে তার হার্টে রিংও বসানো হয়।

২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ফাতিমা তুয যাহরা ঐশী। এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন নোয়াখালীর এই কন্যা। সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
 

Link copied!