• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বলিউড তারকাদের ব্যক্তিগত বিমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৯:১২ পিএম
বলিউড তারকাদের ব্যক্তিগত বিমান

বলিউড তারকারা বিলাসী জীবনের সঙ্গে অভ্যস্ত। পোশাক থেকে শুরু করে গাড়ি কিংবা বাড়ি, সবকিছুই হওয়া চাই মনের মতো। হাল আমলের ট্রেন্ডি সবকিছুই থাকে তাদের অন্দর মহলে।

তবে খুব কমসংখ্যক বলিউড তারকাই আছেন, যাদের বহরে রয়েছে ব্যক্তিগত বিমান। দূরে কোথাও কাজে কিংবা ভ্রমণে তাদের সঙ্গী হয় এসব ব্যক্তিগত আকাশযান। আজ আমরা দেখে নেব এমন কয়েকজন বলিউড তারকা, যাদের বহরে ব্যক্তিগত বিমান রয়েছে।

অজয় দেবগন: অজয় দেবগনের একটি ছয় আসনবিশিষ্ট হকার-৮০০ প্রাইভেট জেট রয়েছে, যা দিয়ে এই অভিনেতা প্রায়ই সিনেমার প্রচার এবং শুটিংয়ের জন্য ভ্রমণ করেন।

অক্ষয় কুমার: জনপ্রিয় বলিউড তারকা অক্ষয় কুমারের বহরে ২৫০ কোটি রুপির এক বিলাসবহুল প্রাইভেট জেট রয়েছে। অক্ষয় তার স্ত্রী টুইঙ্কেল খান্নাকে নিয়ে প্রায়ই এই জেট নিয়ে ভ্রমণে যেতে পছন্দ করেন।

অমিতাভ বচ্চন: অমিতাভ বচ্চন পরিবারের বহরেও রয়েছে একটি আকর্ষণীয় প্রাইভেট জেট। পরিবারের সবাইকে নিয়ে এই জেটে ঘুরে বেড়ান বিগ-বি।

শিল্পা শেঠি: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্ড্র ব্যক্তিগতভাবে আয়েশি জীবন যাপন করে থাকেন। তাদের বহরেও রয়েছে প্রাইভেট জেট।

প্রিয়াঙ্কা চোপড়া: হরহামেশাই কাজের জন্য ইন্ডিয়া থেকে নিউইয়র্ক উড়াল দেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার এই যাত্রাকে সহজ করে দিয়েছে তার প্রাইভেট জেট। বর্তমানে নিউইয়র্কে থাকা প্রিয়াঙ্কা চোপড়ারও রয়েছে সুন্দর একটি প্রাইভেট বিমান।

Link copied!