• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

বলিউড অভিনেতার অর্ধগলিত লাশ উদ্ধার, শোকের ছায়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৯:৩৪ এএম
বলিউড অভিনেতার অর্ধগলিত লাশ উদ্ধার, শোকের ছায়া

আমাজন প্রাইমের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘মির্জাপুর’-এ ললিতের চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা ব্রহ্ম মিশ্রের অর্ধগলিত দেহ উদ্ধার করেছে মুম্বাই পুলিশ।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে এই অভিনেতার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মুম্বাইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে জানায়, ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে ব্রহ্মর দেহ। মৃত্যুর কারণ জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ২৯ নভেম্বর বুকে যন্ত্রণা নিয়ে চিকিৎসকের কাছে যান ব্রহ্ম মিশ্র। ডাক্তার তাকে ওষুধ দিয়ে বিশ্রামের পরামর্শ দেন। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকের জেরেই তার মৃত্যু হতে পারে। তবে অটোপসি রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ এবং সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ বলছে, শেষ ৪ বছর ধরে এই ফ্ল্যাটে একাই থাকতেন ব্রহ্ম। ফ্ল্যাট থেকে পচা গন্ধ বের হতেই প্রতিবেশীরা পুলিশে খবর দেন। এরপর ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকেই অভিনেতার বাথরুম থেকে গলা দেহ উদ্ধার করা হয়। দু-তিন দিন আগেই তার মৃত্যু হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। 

এদিকে এই অভিনেতার মৃত্যুর খবরে ‘মির্জাপুর’ সিরিজের প্রযোজনা সংস্থা এক্সেল মুভিস সোশ্যাল মিডিয়া পোস্টে শোকজ্ঞাপন করেছে।তারা লিখেছে, “ব্রহ্মস্বরূপ মিশ্রের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

‘পেয়ার কা পঞ্চনামা’র অভিনেতা দিব্যেন্দু তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ব্রহ্ম মিশ্রের সঙ্গে একটি ছবি পোস্ট করে দুঃসংবাদটি জানান। সহ-অভিনেতার আত্মার শান্তি কামনা করে তিনি পোস্ট করেন। 

‘মির্জাপুর’-এর মুন্না ভাইয়া তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “তোমার আত্মার শান্তি কামনা করি ব্রহ্ম মিশ্র। আমাদের ললিত আর বেঁচে নেই। আসুন, সকলে ওর জন্য প্রার্থনা করি।”

ব্রহ্ম মিশ্র ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। এই স্বপ্নপূরণে তার পরিবারও পাশে ছিল সব সময়। সেই সুবাদে পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেন ব্রহ্ম। এরপরই থেকেই মুম্বাইয়ে বসবাস শুরু করেন। মঞ্চ থেকে শুরু হয়ে পরে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেতার।

২০১৩ সালে ‘চোর চোর সুপার চোর’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন ব্রহ্ম মিশ্র। ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘কেশরী’, ‘দঙ্গল’, ‘সুপার ৩০’- র মতো বেশ কয়েকটি ছবিতেও তাকে দেখা যায়। তবে ভক্তদের নজর কেড়েছেন ‘মির্জাপুর’ ওয়েবসিরিজের ললিত চরিত্রটি দিয়ে।

Link copied!