• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ফেলুদাকে নিয়ে লড়াইয়ে জিতল এসভিএফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০১:০১ পিএম
ফেলুদাকে নিয়ে লড়াইয়ে জিতল এসভিএফ

তিন প্রযোজনা সংস্থার মধ্যে শুরু হয়েছে তুমুল দড়ি টানাটানি। লড়াইটা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আদালতের দ্বারস্থ হতে হয়েছে। আর এই লড়াই চলছে এক বিখ্যাত চরিত্রকে নিয়ে।

বাঙালির আবেগ, নস্ট্যালজিয়া, শৈশব-কৈশোরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছেন গোয়েন্দা চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা। বাংলা সাহিত্য জগতে বিভিন্ন গোয়েন্দা চরিত্রের মধ্যে সত্যজিৎ রায়ের ফেলুদা অন্যতম।

এই ফেলুদা চরিত্র নিয়েই টলিউডের তিন প্রযোজনা সংস্থার মধ্যে আইনি টানাপোড়েন শুরু হয়েছে। প্রযোজনা সংস্থা এসভিএফ, এসকে ভিডিও প্রাইভেট লিমিটেড এবং জি এন্টারটেইনমেন্টের মধ্যে কাল্পনিক চরিত্র ফেলুদাকে নিয়ে লড়াইয়ের জল গড়িয়েছে আদালত পর্যন্ত।

সত্যজিৎ রায় সৃষ্ট কাল্পনিক চরিত্র ফেলুদাকে নিয়ে একটি শো করার পরিকল্পনা ছিল এসকে মুভিজের এবং যা সম্প্রচার করার কথা ছিল জি এন্টারটেইনমেন্ট জি ফাইভ প্ল্যাটফর্মের। অপরদিকে প্রযোজনা সংস্থা এসভিএফ এর দাবি কাল্পনিক চরিত্র ফেলুদার গল্প নিয়ে শো তৈরি করার জন্য তাদের অনুমোদন প্রয়োজন। কারণ ফেলুদার গল্পের স্বত্ব তাদের কাছে রয়েছে। তিন প্রযোজনা সংস্থার এই মামলা গড়িয়েছে বানিজ্যিক আদালতের আলিপুর বিভাগ পর্যন্ত। আদালতের তরফে জি ফাইভ এবং এসকে মুভিজ এর ফেলুদা প্রজেক্ট এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Link copied!