‘বলিউডের গ্রিক গড’ হৃতিক রোশনকে ফের অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সঙ্গে একটি দক্ষিনী রেস্তোরায় দেখা গিয়েছে। দুজনেই বেশ হালকা মেজাজে ক্যামেরায় ধরা পড়েছেন। হৃতিক-সাবা কেউই প্রেমের বিষয়ে মুখ না খুললেও, ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন ধরে প্রেম করছেন তারা।
সাবেক স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর অনেকদিন একাই ছিলেন হৃতিক। এরপর কঙ্গনার সঙ্গে বিতর্কিত প্রেমের নিয়ে কাঁদা ছোড়াছুড়িতে কম হয়নি। সেসব পেছনে ফেলে নতুন প্রেমে মজেছেন ‘ব্যং ব্যং’ তারকা। কয়েক আগে একটি রেস্তোরা থেকে সবার সঙ্গে বের হতে দেখা গিয়েছিল হৃতিককে। এই নিয়ে চর্চা যখন তুঙ্গে তখন ফের বলিউড অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সঙ্গে রেস্তোরায় হাজির হৃতিক।
ছবিতে দেখা যায়, রোস্তোরায় হৃতিক-সাবা দুজনের পরনেই ছিল সাধারণ পোশাক। হৃতিকে একরঙা টিশার্ট ও ট্রাউজার্সে দেখা গেলেও সাবার পরনে ছিল সাদা টপ এবং সবুজ রঙের হয় ট্রাউজার্স।
ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে'র এক রিপোর্টে দাবি করা হয়েছে, বেশ কয়েক মাস ধরেই সাবার সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃতিক। পুরো বিষয়টাই গোপন রেখেছিলেন হৃতিক।