গণ-অর্থায়নে ‘সংযোগ’ নামে একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন নির্মাতা আবু সাইয়ীদ। ২০১৫ সালের ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ওই বছরের ৩০ ডিসেম্বর থেকে সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়। তখনই ছবির ৩০ শতাংশ কাজ শেষ হয়।
২০১৬ সালে সিনেমাটির কাজ শেষ করার পরিকল্পনা ছিল পরিচালকের। কিন্তু এখনো সিনেমাটির কাজ শেষ হয়নি। তাই সিনেমাটির কাজ শেষ করতে নতুন করে উদ্যোগ নিয়েছেন পরিচালক।
আবু সাইয়ীদ বলেন, “চিত্রায়িত ৩০ ভাগ সিনেমার সম্পাদনা ও ডাবিং শেষ হয়েছে। ২০১৬ সালে সিনেমাটির কাজ শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেটা আর সম্ভব হয়নি। তবে বাংলাদেশে প্রথম গণ-অর্থায়নের ছবি ‘একজন কবির মৃত্যু’ সিনেমার কাজ শেষ করা হয় ২০১৭ সালে। নতুন করে ‘সংযোগ’র কাজ শুরু করতে চাই। সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।”
বিশ্বব্যাপী নানা রকম গণ-অর্থায়ন কার্যক্রমের আলোকে এ ছবিতে জনসাধারণের অংশগ্রহণের জন্য কয়েকটি রূপরেখা করা হয়েছে। এতে বাংলাদেশে অবস্থানরত জনসাধারণ ছবিটিতে সম্মানিত দর্শক, পৃষ্ঠপোষক ও সহযোগী—এই তিনভাবে আর্থিক অনুদান প্রদান করে অংশ নিতে পারবেন।
সম্মানিত দর্শকের আর্থিক অনুদানের পরিমাণ একশত, এক হাজার ও দশ হাজার টাকা। একশত টাকায় একজন, এক হাজার টাকায় দুইজন এবং দশ হাজার টাকার কুপনে দশজন ছবিটির একটি বিশেষ প্রদর্শনীতে প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবেন।
পৃষ্ঠপোষকের জন্য অনুদানের পরিমাণ এক, তিন ও পাঁচ লাখ টাকা। এদের ছবিটির ইউনিটের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সহযোগীদের ব্যক্তিগত আর্থিক অংশগ্রহণের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ নির্ধারিত পরিমাণ অনুদান সংগ্রহ করা। দশ লাখের অধিক অনুদান সংগ্রহ করলে একজন ব্যক্তি যথাক্রমে সহযোগী, সহযোগী প্রযোজক ও সহ-প্রযোজক হিসেবে বিবেচিত হবেন।
‘সংযোগ’ চলচ্চিত্র নির্মাণে ০১৭১১ ৫২৬৪০৮ এই ফোন নম্বরে বিকাশ করা যাবে। এছাড়া ন্যাশনাল ব্যাংকের কারওয়ান বাজার শাখায় (আবু শাহেদ/ অ্যাকাউন্ড নম্বর- ১০৪৮০০০৬৫৮৬৯৮) অনুদান জমা দিতে পারবেন।