ফের কটাক্ষের শিকার শুভশ্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৫:০১ পিএম
ফের কটাক্ষের শিকার শুভশ্রী

নেট দুনিয়ায় ফের কটাক্ষের শিকার টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশের পরই তাকে নিয়ে নানারকম কটূক্তি করতে শুরু করেন নেটিজেনরা। কেউ কেউ তাকে ‘মুটকি’, ‘মোটাশ্রী’, ‘হাতি’, ‘কুমড়ো’ বলে কটাক্ষ করেন। 

তবে শুভশ্রীর বেশ কয়েকজন অনুগামী এমন কটাক্ষের প্রতিবাদ করেছেন। প্রিয় অভিনেত্রীর হয়ে তারা তাদের নেতিবাচক মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন। যদিও এসব নিয়ে মোটেই উদ্বিগ্ন নন শুভশ্রী। এসব কানেই তুলতে চান না তিনি। 

Link copied!