• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রেম নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০১:২৯ পিএম
প্রেম নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

বলিউডে আইটেম গানে কোমর দুলিয়ে জনপ্রিয়তা পেয়েছেন নোরা ফাতেহি। মরোক্কান বংশোদ্ভূত কানাডিয়ান এই তারকা দক্ষিণ ভারতীয় সিনেমার আইটেম গানেও নেচে দর্শক মাতিয়েছেন। তার আবেদনময়ী নাচ পুরুষ হৃদয়কে শিহরিত করে তোলে। তিনি যে তাদের স্বপ্নের রানী।

তবে শোনা যাচ্ছে, নোরা ফাতেহি নাকি পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নোরার সঙ্গে ‘হাই রেটেড গাবরু’ গানখ্যাত এই গায়কের একটি ছবি ভাইরাল হয়।

জানা গেছে, এটি ভারতের পর্যটন নগরী গোয়ায় তোলা। এরপর নিজের স্যোশাল মিডিয়ায় নোরার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন গুরু। ক্যাপশনে লিখেছেন, “আমার মৎস রানি।” তারপর থেকেই তাদের নিয়ে আলোচনা শুরু হয়।

যদিও শোনা যাচ্ছে, গুরুর সঙ্গে নোরার অনেক ভালো বন্ধুত্ব। তবে প্রেমের সম্পর্কে জড়াননি তারা। এই গায়কের সঙ্গে নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করছেন নোরা ফাতেহি। সেটির দৃশ্যগুলোই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।

এর আগে অঙ্গদ বেদির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নোরা। পরবর্তী সময়ে তাদের ব্রেকআপ হয় এবং অভিনেত্রী নেহা ধুপিয়াকে বিয়ে করেন অঙ্গদ। কয়েক মাস আগে কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও সেটি গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে।

Link copied!